৯/৯. অধ্যায়ঃ
প্রচন্ড গরমের সময় যুহরের সালাত ঠাণ্ডায় আদায় করা।
সহিহ বুখারী : ৫৩৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৩৪
See previous Hadith
আবু হুরায়রা (রাঃ) ও ‘আবদুল্লাহ্ ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায়, তখন গরম কমলে সালাত আদায় করবে। কেননা, গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ।