৬৩/৫৩. অধ্যায়ঃ
সালমান ফারসী (রাঃ) - এর ইসলাম গ্রহণ।
সহিহ বুখারী : ৩৯৪৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৯৪৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَوْفٍ عَنْ أَبِيْ عُثْمَانَ قَالَ سَمِعْتُ سَلْمَانَ يَقُوْلُ أَنَا مِنْ رَامَ هُرْمُزَ
আবূ ‘উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ ‘উসমান (রাঃ) বলেন, আমি সালমান (রাঃ) - কে বলতে শুনেছি; তিনি বলেন, আমি রাম হুরমুয এর বাসিন্দা (আধুনিক প্রকাশনীঃ ৩৬৫৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৫৯)।