৬০/১৬. অধ্যায়ঃ
আল্লাহ্ তা’আলার বাণীঃ অতঃপর যখন আল্লাহ্র ফেরেশতামন্ডলী লূত পরিবারের নিকট আসলেন, তখন তিনি বললেন, তোমরা তো অপিরিচিত লোক- (হিজরঃ ৬১-৬২)।
------------------ একই অর্থে ব্যবহৃত --------- অর্থ দ্রুত চলল --------- অর্থ শেষ -------- অর্থ ধ্বংস --------- অর্থ প্রত্যক্ষকারীদের জন্য ------ অর্থ রাস্তার।
সহিহ বুখারী : ৩৩৭৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৩৭৬
حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم {فَهَلْ مِنْ مُدَّكِر }.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ----------- পড়েছেন।