৫৬/১৪৬. অধ্যায়ঃ
নৈশকালীন আক্রমণে মুশরিকদের মহিলা ও শিশু নিহত হলে।
পবিত্র কুরআনে উল্লেখিত ----- এবং ----- শব্দগুলোর দ্বারা রাতের সময় বুঝানো হয়েছে।
সহিহ বুখারী : ৩০১৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০১৩
حَدَّثَنَا الصَّعْبُ فِي الذَّرَارِيِّ كَانَ عَمْرٌو يُحَدِّثُنَا عَنْ ابْنِ شِهَابٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعْنَاهُ مِنَ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِيْ عُبَيْدُ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ الصَّعْبِ قَالَ هُمْ مِنْهُمْ وَلَمْ يَقُلْ كَمَا قَالَ عَمْرٌو هُمْ مِنْ آبَائِهِمْ
স‘আব হতে মুশরিকদের সন্তান সম্পর্কে বর্ণিত ‘আমর ইব্নু শিহাবের সূত্রে নবী হতে বর্ণিতঃ
.. .. .. .. .. স‘আব বলেন, তারা তাদেরই অন্তর্ভূক্ত। ‘আমর একথা বলেননি যে, তারা তাদের পিতামাতাদের অন্তর্ভূক্ত।