৫৫/১০. অধ্যায়ঃ
যখন আত্মীয়-স্বজনের জন্য ওয়াক্ফ বা অসীয়ত করা হয় এবং আত্মীয় কারা?
সাবিত (রাঃ) আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ তালহাকে বলেন, তুমি তোমার গরীব আত্মীয়-স্বজনকে দিয়ে দাও। অতঃপর তিনি বাগানটি হাস্সান ও উবাই ইব্নু কা‘বকে -কে দিয়ে দেন। আনসারী (রহঃ) বলেন, আমার পিতা সুমামা এর মাধ্যমে আনাস (রাঃ) থেকে সাবিত (রাঃ) -এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বাগানটি তোমার গরীব আত্মীয়-স্বজনকে দিয়ে দাও। আনাস (রাঃ) বলেন, আবু তালহা (রাঃ) বাগানটি হাস্সান ও উবাই ইব্নু কা‘ব (রাঃ) -কে দিলেন আর তারা উভয়েই আমার চেয়ে তার নিকটাত্মীয় ছিলেন।আবু তালহা (রাঃ) -এর সঙ্গে হাস্সান এবং উবাই (রাঃ) -এর সম্পর্ক ছিল এরূপঃ আবূ ত্বালহা (রাঃ) নাম-যায়দ ইব্নু সাহ্ল ইব্নু আসওয়াদ ইব্নু হারাম ইব্নু ‘আমর ইব্নু যায়দ’ যিনি ছিলেন মানাত ইব্নু আদী ইব্নু আম্র ইব্নু মালিক ইব্নু নাজ্জার। (হাস্সানের বংশ পরিচয় হলোঃ) হাস্সান ইব্নু সাবিত ইব্নু মুন্যির ইব্নু হারাম। কাজেই উভয়ে হারাম নামক পুরুষে মিলিত হন। যিনি তৃতীয় পিতৃপুরুষ ছিলেন এবং হারাম ইব্নু আম্র ইব্নু যায়দ যিনি মানাত ইব্নু আদী ইব্নু আম্র ইব্নু মালিক ইব্নু নাজ্জার। অতএব হাস্সান, আবূ তালহা ও উবাই (রাঃ) ষষ্ঠ পুরুষে এসে ‘আম্র ইব্নু মালিকের সঙ্গে মিলিত হন। আর উবাই হলেন উবাই ইব্নু কা‘ব ইব্নু কায়স ইব্নু ‘উবাইদ ইব্নু যায়দ ইব্নু মু‘আবিয়াহ ইব্নু আম্র ইব্নু মালিক ইব্নু নাজ্জার। কাজেই আম্র ইব্নু মালিক এসে হাস্সান, আবূ তালহা ও উবাই একত্র হয়ে যায়। কারো কারো মতে নিজের আত্মীয়-স্বজনের জন্য অসীয়ত করলে তা তার মুসলিম পিতৃ-পিতামহের জন্য প্রযোজ্য হবে।
সহিহ বুখারী : ২৭৫২
সহিহ বুখারীহাদিস নম্বর ২৭৫২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ " أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ ". قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي " يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ ". لِبُطُونِ قُرَيْشٍ. وَقَالَ أَبُو هُرَيْرَةَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا مَعْشَرَ قُرَيْشٍ ".
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ তালহা (রাঃ) -কে বলেন আমার মত হলো, তোমার বাগানটি তোমার আত্মীয়-স্বজনকে দিয়ে দাও। আবূ তালহা (রাঃ) বলেন, আমি তা-ই করব হে আল্লাহর রসূল! তাই আবূ ত্ব..র হে বনূ আদী! তোমরা সতর্ক হও। আবূ হুরায়রা (রাঃ) বলেন যে, যখন কুরআনের এই লহা (রাঃ) তার বাগানটি তার আত্মীয়-স্বজন চাচাত ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেন, যখন এই আয়াতটি নাযিল হলঃ “(হে মুহাম্মাদ) আপনার নিকট-আত্মীয়দেরকে সতর্ক করে দেন”– (শু’আরা ১৪)। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরায়শ সম্প্রদায়ের বিভিন্ন গোত্রদের ডেকে বললেন, “হে বনূ ফিহআয়াত নাযিল হলঃ আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন”-(শু’আরা ২১৪)। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হে কুরায়শ সম্প্রদায়।