৩৪/৭৫. অধ্যায়ঃ
শুকনো আঙ্গুরের পরিবর্তে শুকনো আঙ্গুর এবং খাদ্য দ্রব্যের পরিবর্তে খাদ্য দ্রব্য ক্রয় বিক্রয়।
সহিহ বুখারী : ২১৭৩
সহিহ বুখারীহাদিস নম্বর ২১৭৩
See previous Hadith
ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাবী বলেন, আমাকে যায়দ ইবনু সাবিত (রাঃ) বলেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অনুমান করে আরায়া এর অনুমতি দিয়েছেন।