২৬/১১. অধ্যায়ঃ
‘উমরা আদায়কারী কখন হালাল হবে (ইহ্রাম খুলবে)?
‘আত্বা (রহঃ) সূত্রে জাবির (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীগণকে তাদের হজ্জকে ‘উমরায় রূপান্তরিত করার পর তাওয়াফ করে চুল ছেঁটে হালাল হওয়ার নির্দেশ দিয়েছেন
সহিহ বুখারী : ১৭৯৪
সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৯৪
See previous Hadith
‘আমর ইব্নু দীনার (রাঃ) হতে বর্ণিতঃ
(রাবী) ‘আমর ইব্নু দীনার (রহঃ) বলেছেন, জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) -কেও আমরা জিজ্ঞেস করলাম। তিনি বলেছেন, সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ না করা পর্যন্ত কেউ তার স্ত্রীর নিকট কিছুতেই যাবে না।