২৩/১৩. অধ্যায়ঃ
গোসলে শেষবারের কর্পূর ব্যবহার করা।
সহিহ বুখারী : ১২৫৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১২৫৯
See previous Hadith
উম্মু আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ইরশাদ করেছিলেনঃ তাঁকে তিন, পাঁচ, সাতবার প্রয়োজনে তার চেয়ে অধিকবার গোসল দাও। হাফসা (রহঃ) বলেন, উম্মু আতিয়্যা (রাঃ) বলেন, আমরা তাঁর মাথার চুলে তিনটি গোছা (বেনী) [৮] বানিয়ে দিলাম।