১৯/৩৪. অধ্যায় :
যুহরের (ফরজের) পূর্বে দু’রাক‘আত সালাত।
সহিহ বুখারী : ১১৮১
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৮১
حَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَطَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ
উম্মুল মু’মিনীন হাফ্সা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন মুআয্যিন আযান দিতেন এবং ফজর উদিত হত তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’রাক‘আত সালাত আদায় করতেন।