১৭/২. অধ্যায়ঃ
সূরা তানযীলুস্-সিজদা এর সিজদা।
সহিহ বুখারী : ১০৬৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৬৮
قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ {الم * تَنْزِيلُ} السَّجْدَةَ وَ{هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ}
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শুক্রবার ফজরের সালাতে (আরবি) সুরা আস সিজদা এবং (আরবি) সূরা ইনসান তিলাওয়াত করতেন।