পরিচ্ছদঃ ১৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৩৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৩৪
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ صَلّـى عَلَـىَّ عِنْدَ قَبْرِىْ سَمِعْتُهٗ وَمَنْ صَلّـى عَلَـىَّ نَائِيًا اُبْلِغْتُهٗ. رَوَاهُ الْبَيْهَقِىُّ فِى شُعَبِ الْاِيْمَانِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আমার ক্ববরের কাছে দাঁড়িয়ে থেকে আমার উপর দরূদ পড়ে আমি তা সরাসরি শুনতে পাই। আর যে ব্যক্তি দূর থেকে আমার প্রতি দরূদ পড়ে তা আমার কাছে পৌছিয়ে দেয়া হয়। [১]
[১] মাওযূ‘ বা বানোয়াট: বায়হাক্বী শু‘আবুল ঈমান ১৫৮৩, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৩০৩। কারণ এর সানাদে মুহাম্মাদ ইবনু মারওয়ান আয্ যিদী নামে একজন মিথ্যুক রাবী রয়েছে। আর এজন্য ইবনুল ক্বইয়্যিম তাকে তার ‘‘আল মাওযূ‘আত’’ গ্রন্থে নিয়ে এসেছেন। তবে পরক্ষণেই তিনি বলেছেন যে, এ হাদীসটি মুতাবি‘ রয়েছে যার মাধ্যমে তা সাধারণভাবে বানোয়াট হওয়া থেকে মুক্তি পেয়েছেন। [যেমনটি ইমাম ইবনু তায়মিয়াহ্ (রহঃ) সহ আরো অনেকে এ নীতি অবলম্বন করেছেন]। ফলে এটি য‘ঈফের অন্তর্গত হয়েছে। তবে ইবনু তাইমিয়্যাহ্ (রহঃ) হাদীসের অর্থটি সঠিক বলেছেন যা অন্য হাদীস দ্বারা প্রমাণিত। শায়খ আলবানী বলেনঃ আমি এ হাদীসের উপর সিলসিলাহ্ আয্ য‘ঈফাতে বিস্তারিত আলোচনা করেছি।