পরিচ্ছদঃ ১৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৩৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৩৩
وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ الْبَخِيْلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهٗ فَلَمْ يُصَلِّ عَلَـيَّ . رَوَاهُ التِّرْمِذِيُّ ورَوَاهُ أَحْمَد عَنِ الْحُسَيْنِ بْنِ عَلِّى رَضِيَ اللهُ عَنْهُمَا وقال التِّرْمِذِيُّ هذَا حَدِيْثٌ حَسَنٌ صَحِيْحٌ غَرِيْبٌ
খলীফাহ্ ‘আলী ইবনু আবী ত্বালিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রকৃত কৃপণ হল সে ব্যক্তি যার কাছে আমার নাম উচ্চারিত হবার পর আমার উপর দরূদ পাঠ করেনি। [৯৫৭] হাদীসটি ইমাম আহমাদ হুসায়ন ইবনু আলী হতে নকল করেছেন; আর ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান, সহীহ ও গরীব। [১]
[১] সহীহ : তিরমিযী ৩৫৪৬, ইরওয়া ৫, আহমাদ ১৭৩৬, হাকিম ১/৫৪৯। এর সানাদের সকল রাবীগণ বিশস্ত প্রসিদ্ধ ‘আবদুল্লাহ ইবনু ‘আলী ব্যতীত। কারণ ইবনু হিব্বান ছাড়া কেউ তাকে বিশ্বস্ত বলেননি তবে তার আবূ যার ও আনাস (রাঃ) থেকে বর্ণিত শাহিদ হাদীস রয়েছে।