পরিচ্ছদঃ ১৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৩৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৩৫
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ مَنْ صَلّى عَلَى النَّبِيِّ ﷺ وَاحِدَةً صَلَّى اللّهُ عَلَيْهِ وَمَلَائِكَتُه سَبْعِينَ صَلَاةً. رَوَاهُ أَحْمَد
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যে ব্যক্তি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর উপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ তা’আলা ও তাঁর মালায়িকাহ তার উপর সত্তরবার দরূদ পাঠ করেন। [১]
[১] য‘ঈফ : আহমাদ ৬৫৬৯, য‘ঈফ আত্ তারগীব ১০৩০। কারণ এর সানাদে ইবনু লাহ্ইয়া নামক দুর্বল রাবী রয়েছে।