পরিচ্ছদঃ ২৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৯৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৯৮
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَقُولُ عَنْ يَمِيْنِه: «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . وَعَنْ يَسَارِه : «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, (সলাত শুরু করার পূর্বে) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রথমে তাঁর ডানপাশে ফিরে বলতেন, ‘ঠিক হয়ে দাঁড়াও, কাতারগুলোকে সোজা করো’। তারপর তাঁর বামপাশে ফিরেও বলতেন, ঠিক হয়ে দাঁড়াও, কাতারগুলোকে সোজা করো। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৭০, ইবনু হিব্বান ২১৬৮। কারণ এর সানাদে বর্ণনাকারী মুস্‘আব বিন সাবিত কে ইমাম আহমাদ, ইবনু মা‘ঈন, আবূ হাতিম, নাসায়ী প্রমুখ মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন। আর মুহাম্মাদ বিন মুসলিম মাজহূল রাবী।