পরিচ্ছদঃ ২৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৯৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৯৯
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلَاةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : যারা সলাতরে মাঝে নিজেদের কাঁধগুলো নমনীয় রাখে, তোমাদের মাঝে তারাই ভাল। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৬৭২, মুসনাদে বায্যার ৫১৯৫, সহীহাহ্ ২৫৩৩, সহীহ আত্ তারগীব ৪৯৭, সহীহ আল জামি‘ ৩২৬৪