পরিচ্ছদঃ ২৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৯৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৯৭
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُسَوِّي صُفُوفَنَا إِذَا قُمْنَا إِلَى الصَّلَاةِ فَإِذَا اسَتْوَيْنَا كَبَّرَ. رَوَاهُ أَبُو دَاوُد
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা সলাতে দাঁড়ালে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (প্রথমে মুখে অথবা হাতে ইশারা করে) কাতারগুলোকে ঠিক করে দিতেন। যখন আমরা ঠিক হয়ে দাঁড়াতাম তিনি তাকবীর তাহরীমা বলতেন। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৬৬৫।