পরিচ্ছদঃ ২৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৯৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৯৬
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِن اللّهَ وَمَلَائِكَتَه يُصَلُّونَ عَلى مَيَامِنِ الصُّفُوفِ . رَوَاهُ أَبُو دَاوُدَ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : সলাতের কাতার ডানদিকের মানুষের ওপর আল্লাহ তা‘আলা ও মালায়িকাহ্ (ফেরেশতারা) তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৭৬, ইবনু মাজাহ্ ১০০৫, ইবনু হিব্বান ২১৬০, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৫৬৮৬, য‘ঈফ আত্ তারগীব ২৫৯, য‘ঈফ আল জামি‘ ১৬৬৮। কারণ এর সানাদে মু‘আবিয়াহ্ বিন হিশাম ভুল করে مَيَامِنِ الصُّفُوفِ অংশটুকু বর্ণনায় একাকী হয়েছেন। অধিকন্তু তার স্মরণশক্তিতে দুর্বলতা রয়েছে। তবে মাহফূয বর্ণনা হলো على الذين يصلون الصفوف।