পরিচ্ছদঃ ৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫০০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫০০
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْروٍ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَقُولُ: «اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالْأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضٰى بِالْقَدَرِ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আয়) বলতেন,‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকাস্ সিহহাতা ওয়াল ‘ইফফাতা ওয়াল আমা-নাতা ওয়া হুস্নাল খুলুকি ওয়ার্ রিযা- বিল কদার’’(অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে সুস্বাস্থ্য, পবিত্রতা, আমানাতদারী, উত্তম চরিত্র এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকার তাওফীক কামনা করছি)।[১]
[১] য‘ঈফ : মু‘জামুল কাবীর লিত্ব ত্ববরানী ৬০, আদ্ দা‘ওয়াতুল কাবীর ২৫৯, শু‘আবূল ঈমান ৮১৮১, য‘ঈফ আল আদাবুল মুফরাদ ৪৭/৩০৭, য‘ঈফ আল জামি‘ ১১৯১। কারণ ‘আবদুর রহমান বিন যিয়াদ বিন আন্‘উম আর ‘আবদুর রহমান বিন রাফি‘ দু’জন দুর্বল রাবী ।