পরিচ্ছদঃ ৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪৯৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪৯৯
وَعَنْ أبِىْ هُرَيْرَةَ قَالَ: دُعَاءٌ حَفِظْتُه مِنْ رَسُولِ اللّٰهِ ﷺ لَا أَدَعُه: «اَللّٰهُمَّ اجْعَلْنِىْ أُعْظِمُ شُكْرَكَ وَأُكْثِرُ ذِكْرَكَ وَأَتَّبِعُ نُصْحَكَ وَأَحْفَظُ وَصِيَّتَكَ». رَوَاهُ التِّرْمِذِىُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একটি দু‘আ মুখস্থ করেছি, যা আমি কক্ষনো পরিত্যাগ করি না- (দু‘আটি হলো) ‘‘আল্ল-হুম্মাজ্‘আলনী উ‘যিমু শুক্রাকা ওয়া উকসিরু যিক্রাকা ওয়া আত্তাবি‘উ নুস্হাকা ওয়া আহফাযু ওয়াসিয়্যাতাকা’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে এমন তাওফীক দাও, যাতে আমি তোমার শুকর-গুজার হতে পারি, বেশি বেশি তোমার জিকির [স্মরণ] করতে পারি, তোমার নাসীহাত [উপদেশ] পালন করতে পারি এবং তোমার হুকুম রক্ষা করতে পারি।)। (তিরমিযী)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৩৬০৪, আহমাদ ৮১০১, য‘ঈফ আল জামি‘ ১১৬৬। কারণ এর সানাদে ফারায ইবনু ফুযালাহ্ একজন দুর্বল রাবী। আর আবূ সা‘ঈদ আল হিম্সী একজন মতভেদপূর্ণ রাবী।