পরিচ্ছদঃ ৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫০১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫০১
وَعَن أُمِّ مَعْبدٍ قَالَتْ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَقُولُ: اَللّٰهُمَّ طَهِّرْ قَلْبِىْ مِنَ النِّفَاقِ وَعَمَلِىْ مِنَ الرِّيَاءِ وَلِسَانِىْ مِنَ الْكَذِبِ وَعَيْنِىْ مِنَ الْخِيَانَةِ فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُورُ. رَوَاهُمَا الْبَيْهَقِىُّ فِى الدَّعَوَاتِ الْكَبِيرِ
উম্মু মা‘বাদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, [তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দু‘আ করতেন]‘‘আল্ল-হুম্মা ত্বহ্হির কলবী মিনান্ নিফা-কি ওয়া ‘আমালী মিনার্ রিয়া-য়ি ওয়া লিসা-নী মিনাল কাযিবি ওয়া ‘আয়নী মিনাল খিয়া-নাতি ফাইন্নাকা তা‘লামু খ-য়িনাতাল আ‘ইউনি ওয়ামা- তুখফিস্ সুদূর’’(অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমার অন্তরকে মুনাফিক্বী হতে, আমার কাজকে লোক দেখানো হতে, আমার জবানকে মিথ্যা বলা হতে এবং [আমার] চোখকে খিয়ানাত করা হতে পাক-পবিত্র করো। তুমি অবশ্যই জানো চোখ যা খিয়ানাত করে এবং অন্তরসমূহ যা গোপন করে। (বায়হাক্বী- দা‘ওয়াতুল কাবীর)[১]
[১] য‘ঈফ : আদ্ দা‘ওয়াতুল কাবীর ২৫৮, য‘ঈফ আল জামি‘ ১২০৯। কারণ ‘আবদুর রহমান বিন যিয়াদ বিন আন্‘উম আর ফারাজ বিন ফুযালাহ্ দু’জন দৃর্বল রাবী।