পরিচ্ছদঃ ৩০.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৬৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৬৪
وَعَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» . رَوَاهُ مُسْلِمٌ
উক্ত রাবী [‘আয়িশাহ্ (রাঃ)] হতে বর্ণিতঃ
তিনি বলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : ফাজ্রের দু’ রাক্’আত সুন্নাত সলাত দুনিয়া ও দুনিয়ার সকল জিনিসের চেয়ে বেশি উত্তম। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭২৫।