পরিচ্ছদঃ ৩০.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৬৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৬৩
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ ﷺ عَلى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ تَعَاهُدًا مِنْهُ عَلى رَكْعَتَيِ الْفَجْرِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নাফ্ল সলাতের মাঝে ফাজ্রের দু’ রাক্’আত সুন্নাত সলাতের প্রতি যেমন কঠোর যত্ন নিতেন আর কোন সলাতের উপর এত কঠোর ছিলেন না। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১১৬৩, মুসলিম ৭২৪।