পরিচ্ছদঃ ৩০.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৬৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৬৫
وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «صَلُّوْا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ صَلُّوا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ» . قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ» . كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মাগরিবের ফার্য সলাতের পূর্বে তোমরা দু’ রাক্’আত নাফ্ল সলাত আদায় কর। মাগরিবের ফার্য সলাতের পূর্বে তোমরা দু’ রাক্’আত নাফ্ল সলাত আদায় কর। তৃতীয়বার তিনি বলেছেন, “যিনি ইচ্ছা করেন” (তিনি তা পড়বেন)। বর্ণনাকারী বলেন : তৃতীয়বার তিনি এ কথাটি এ আশংকায় বললেন যাতে মানুস একে সুন্নাত না করে ফেলে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারীর ১১৮৩, আবূ দাঊদ ১২৮১।