পরিচ্ছদঃ ২৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৯৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৯৫
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَقُوْلُ: إِنَّ اللّهَ وَمَلَائِكَتَه يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَلُونَ الصُّفُوفَ الْأُوْلى وَمَا مِنْ خُطْوَةٍ أَحَبُّ إِلَى اللّهِ مِنْ خُطْوَةٍ يَمْشِيْهَا يَصِلُ العَبْدُ بِهَا صَفًّا . رَوَاهُ أَبُو دَاوُدَ
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করতেন : যেসব ব্যক্তি প্রথম কাতারের নিকটবর্তী গিয়ে পৌঁছে তাদের ওপর আল্লাহ তা‘আলা অনুগ্রহ করেন ও তাঁর মালায়িকাহ্ (ফেরেশ্তারা) তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ তা‘আলার কাছে তাঁর কদমের চেয়ে ভাল কোন কদম নেই যে লোক হেঁটে কাতারের খালি স্থান পূরণ করে। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ লিগায়রিহী : আবূ দাঊদ ৬৭১, সহীহ আত্ তারগীব ৫০৭।