পরিচ্ছদঃ ২৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৯৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৯৪
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: أَتِمُّوا الصَّفَّ الْمُقَدَّمَ ثُمَّ الَّذِي يَلِيْهِ فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ فِي الصَّفّ الْمُؤَخَّرِ . رَوَاهُ أَبُو دَاوُد
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : তোমরা পূর্বে প্রথম কাতার সম্পূর্ণ করো, এরপর পরবর্তী কাতার পুরা করবে। কোন কাতার অসম্পূর্ণ থাকলে সেটা হবে একেবারে শেষের কাতার। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৬৭১, সহীহ আল জামি‘ ১২২।