পরিচ্ছদঃ ১৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৫৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৫৩
وَعَنْ عَطَاءِ الْخُرَاسَانِيِّ عَنِ الْمُغِيرَةِ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا يُصَلِّ الْإِمَامُ فِي الْمَوْضِعِ الَّذِىْ صَلّـى فِيْهِ حَتّى يَتَحَوَّلَ . رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَقَالَ عَطَاءٌ اَلْخُرَاسَانِّىْ لَمْ يَدْرِكِ الْمَغُيْرَةِ
আত্বা আল খুরাসানী (রহঃ) মুগীরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মুগীরাহ বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমাম যে স্থানে ফারয সলাত আদায় করেছে সে স্থানে যেন অন্য সলাত আদায় না করে, যে পর্যন্ত না স্থান পরিবর্তন করে।