পরিচ্ছদঃ ১৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৫২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৫২
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ كَانَ اَكْثَرُ انْصِرَافِ النَّبِيِّ ﷺ مِنْ صَلَوتِه اِلـى شِقِّهِ الْاَيْسَرِ اِلـى حُجْرَتِه. رَوَاهُ فى شرح السنة
আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায়ের পর অধিকাংশ সময় তাঁর বাম দিকে নিজের হুজরার দিকে মোড় ঘুরতেন। [১]
[১] আহমাদ ৪৩৮৩, শারহুস সুন্নাহ্। শায়খ আলবানী (রহঃ) বলেনঃ আমি এর সানাদটি পাইনি। তবে ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে এরূপ হাদীস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে।