পরিচ্ছদঃ ১৫.পরিচ্ছপরিচ্ছদঃ ১৫.দঃ ১৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯১৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯১৮
وَعَنِ ابْنِ مَسْعُوْدٍ كَانَ يَقُوْلُ مِنَ السَّنَّةِ اِخْفَاءُ التَّشَهُّدِ- رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ هذَا حَدِيْثٌ غَرِيْبٌ
ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলতেন, সলাতে তাশাহহুদ চুপে চুপে পড়াই সুন্নাত। আবূ দাঊদ ও তিরমিযী, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গারীব বলেছেন। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৯৮৬, তিরমিযী ২৯১। যদিও আবূ দাঊদ-এর সানাদে মুহাম্মাদ ইবনু ইসহক মুদাল্লিস রাবী রয়েছে কিন্তু হাকিম হাদীসটি অন্য একটি সহীহ সানাদে বর্ণনা করেছেন।