পরিচ্ছদঃ ১৫.পরিচ্ছপরিচ্ছদঃ ১৫.দঃ ১৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯১৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯১৭
وَعَنْ نَافِعٍ قَالَ كَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلى رُكْبَتَيْهِ وَأَشَارَ بِإِصْبَعِه وَأَتْبَعَهَا بَصَرَهٗ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَهِيَ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ الْحَدِيدِ يَعْنِي السَّبَّابَةَ. رَوَاهُ أَحْمَد
নাফি‘ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ইবনু উমার (রাঃ) যখন সলাতে বসতেন, নিজের দু হাত নিজের দু রানের উপর রাখতেন। আর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তার চোখের দৃষ্টি থাকত আঙ্গুলের প্রতি।। তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লা, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এ শাহাদাত আঙ্গুল শায়ত্বনের কাছে লোহার চেয়ে বেশী শক্ত। অর্থাৎ শাহাদাত আঙ্গুল দিয়ে তাওহীদের ইশারা করা শায়ত্বনের উপর নেযা নিক্ষেপ করার চেয়েও কঠিন। [১]
[১] হাসান : আহমাদ ৫৯৬৪।