পরিচ্ছদঃ ১৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯১৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯১৫
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ كَانَ النبي ﷺ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ كَأَنَّه عَلَى الرَّضْفِ حَتّى يَقُومَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ
‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) প্রথম দু রাকআতের পরের বৈঠক হতে এত তাড়াতাড়ি উঠে দাঁড়াতেন, মনে হত যেন কোন উত্তপ্ত পাথরের উপর বসেছেন। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৯৯৫, তিরমিযী ৩৩৬, নাসায়ী ১১৭৬। কারণ আবূ ‘উবায়দাহ্ তার পিতা ইবনু মাস্‘ঊদ (রাঃ) থেকে শ্রবণ করেননি। তবে আলবানী (রহঃ) বলেনঃ তার রাবীগণ বিশ্বস্ত। অতএব হাদীসের সানাদটি সহীহ যদি মুনক্বতি না হয়।