পরিচ্ছদঃ ১৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯১৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯১৪
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ نَهى رَسُولُ اللهِ ﷺ أَنْ يَجْلِسَ الرَّجُلُ فِي الصَّلَاةِ وَهُوَ مُعْتَمِدٌ عَلى يَدِه . رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَفِىْ رِوَايَةِ لَه نَهى أَنْ يَعْتَمِدَ الرَّجُلُ عَلى يَدَيْهِ إِذَا نَهَضَ فِي الصَّلَاةِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন লোক যেন সলাতে হাতের উপর ঠেস দিয়ে না বসে। [১] আবূ দাঊদের এক বর্ণনায় এ শব্দগুলোও আছে যে, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেনঃ সলাতে উঠার সময় কোন ব্যক্তি যেন তার দু’হাতের উপর ভর দিয়ে না উঠে। [2]
[১] সহীহ : আবূ দাঊদ ৯৯২, আহমাদ ৬৩৪৭।[2] মুনকার : মাসদুরুস্ সা-বিক্ব (প্রাগুক্ত)।