পরিচ্ছদঃ ১২.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৬২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৬২
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ الْجُهَنِيِّ قَالَ إِنَّ رَجُلًا مِنْ جُهَيْنَةَ أَخْبَرَه أَنَّه سَمِعَ رَسُوْلَ الله ﷺ قَرَا فِي الصُّبْحِ ﴿إِذَا زُلْزِلَتْ﴾ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا فَلَا أَدْرِي أَنَسِيَ أَمْ قَرَأَ ذلِكَ عَمْدًا. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
মু‘আয ইবনু ‘আবদুল্লাহ আল জুহানী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, জুহাইনা বংশের এক ব্যক্তি তাকে বলেছেন, তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) কে ফাজরের সলাতের দু’রাকাতেই সুরাহ ‘ইযা যুলযিলাত’ তিলাওয়াত করতে শুনেছেন। আমি বলতে পারি না, রসুল (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) ভুলে গিয়েছিলেন না ইচ্ছা করেই পড়েছিলেন। [১]
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ৮১৬। আলবানী (রহঃ) বলেনঃ আমাদের নিকট স্পষ্ট যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরের (ফজরের) সলাতে সূরাহ্ যিলযাল ইচ্ছাকৃতভাবেই তিলাওয়াত করেছেন ভুলবশত নয় বরং এটি শারী‘আতে বৈধকরণ এবং শিক্ষা দানের জন্য করেছেন।