পরিচ্ছদঃ ১১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮১৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮১৯
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا نَهَضَ مِنْ الرَّكْعَةِ الثَّانِيَةِ اسْتَفْتَحَ الْقِرَاءَةَ بِالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ وَلَمْ يَسْكُتْ هكَذَا فِىْ صَحِيْحِ مُسْلِمٍ وَذَكَرَهُ الْحُمَيْدِىْ فِىْ افْرَادِه وَكَذَا صَاحِبُ الْجَامِعِ عَنْ مُّسْلِمٍ وَحْدَه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দ্বিতীয় রাক্‘আত আদায় করার পর উঠে সাথে সাথে সূরাহ্ ফাতিহাহ্ দ্বারা ক্বিরাআত শুরু করে দিতেন এবং চুপ করে থাকতেন না। [১]
[১] সহীহ : মুসলিম ৫৯৯