পরিচ্ছদঃ ৬.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪৭৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪৭৫
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِىَّ ﷺ نَظَرَ إِلَى الْقَمَرِ فَقَالَ: «يَا عَائِشَةُ اسْتَعِيذِىْ بِاللّٰهِ مِنْ شَرِّ هٰذَا فَإِنَّ هٰذَا هُوَ الْغَاسِقُ إِذا وَقَبَ». رَوَاهُ التِّرْمِذِىُّ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদের দিকে তাকিয়ে বলেন, ‘‘হে ‘আয়িশাহ্! আল্লাহর কাছে এর অনিষ্টতা হতে আশ্রয় চাও। কারণ এটা হলো সেই গ-সিক বা অস্তগামী যখন তা অন্ধকার হয়ে যায়।’’ (তিরমিযী)[১]
[১] হাসান সহীহ : তিরমিযী ৩৩৬৬, আহমাদ ২৫৮০২, মুসতাদারাক লিল হাকিম ৩৯৮৯, সহীহ আল জামি‘ ৭৯১৬।