পরিচ্ছদঃ ৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৩১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৩১
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «دِيْنَارٌ أَنْفَقْتَه فِي سَبِيْلِ اللهِ وَدِيْنَارٌ أَنْفَقْتُه فِىْ رَقَبَةٍ وَدِينَارٌ تَصَدَّقْتَ بِه عَلى مِسْكِيْنٍ وَدِينَارٌ أَنْفَقْتَه عَلَى اهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِىْ أَنْفَقْتُه عضلى أَهْلِكَ» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক রকম দীনার তাই যা তোমরা আল্লাহর পথে খরচ করো। এক রকম দীনার সেটাই যা তুমি গোলাম আযাদ করার জন্য খরচ করো। এসব দীনারের মধ্যে সাওয়াবের দিক দিয়ে সবচেয়ে মর্যাদাবান হলো যা তুমি তোমার পরিবার-পরিজনের জন্য খরচ করো। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯৯৫, আহমাদ ১০১৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫৬৯৭, সহীহ আত্ তারগীব ১৯৫১, সহীহ আল জামি‘ আস্ সগীর ৮৭৮।