পরিচ্ছদঃ ৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৩০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৩০
وَعَنْ أَبِىْ مَسْعُوْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذا أَنْفَقَ الْمُسْلِمُ نَفَقَةً عَلَى اهْلِه وَهُوَ يَحْتَسِبُهَا كَانَت لَه صَدَقَة». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন মুসলিম যখন সাওয়াবের প্রত্যাশায় তার পরিবার-পরিজনের জন্য খরচ করে, এ খরচ তার জন্য সদাক্বাহ্ হিসেবে গণ্য হয়। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৫৩৫১, মুসলিম ১০০২, নাসায়ী ২৫৪৫, আহমাদ ১৭০৮২, ইবনু হিব্বান ৪২৩৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭৫৬, শারহুস্ সুন্নাহ্ ১৬৭৭, সহীহ আত্ তারগীব ১৯৫৪।