পরিচ্ছদঃ ৪৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪১৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪১৮
وَعَنْ جَابِرٍ قَالَ: لَمَّا اسْتَوى رَسُولُ اللّهِ ﷺ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ قَالَ: «اجْلِسُوا» فَسَمِعَ ذلِكَ ابْنُ مَسْعُودٍ فَجَلَسَ عَلى بَابِ الْمَسْجِدِ فَرَاهُ رَسُولُ اللّهِ ﷺ فَقَالَ: «تَعَالَ يَا عَبْدَ اللّهِ بْنَ مَسْعُودٍ». رَوَاهُ أَبُو دَاوُدَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, জুমু’আর সলাতের দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিম্বারে উঠে বসে বললেন, তোমরা বসো। ‘আব্দুল্লাহ ইবনু মাস্’ঊদ (রাঃ) এ নির্দেশ শুনে মাসজিদের দরজায় বসে পড়লেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা দেখলেন এবং বললেন, হে ‘আব্দুল্লাহ ইবনু মাস্’ঊদ! এগিয়ে এসো। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১০৯১, মুসতাদরাক লিল হাকিম ১০৫৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৪৯।