পরিচ্ছদঃ ৪৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪১৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪১৭
وَعَن عمَارَةَ بْنِ رُوَيْبَةَ: أَنَّه رَأَى بِشْرَ بْنَ مَرْوَانَ عَلَى الْمِنْبَرِ رَافِعًا يَدَيْهِ فَقَالَ: قَبَّحَ اللّهُ هَاتَيْنِ الْيَدَيْنِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللّهِ ﷺ مَا يَزِيدُ عَلى أَنْ يَقُولَ بِيَدِه هَكَذَا وَأَشَارَ بِأُصْبُعِهِ الْمُسَبَّحَةِ. رَوَاهُ مُسْلِمٌ
‘উমারাহ্ ইবনু রুওয়াইবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বিশর ইবনু মারওয়ান-কে মিম্বরের উপরে দু’হাত উঠিয়ে জুমু’আর খুতবাহ্ দিতে দেখে বললেন, আল্লাহ তার এ হাত দু’টিকে ধ্বংস করুন। আমি রসূলুল্লাহকে ভাষণ পেশ করার সময় দেখেছি, তিনি তাঁর হাত এর অধিক উঁচুতে উঠাতেন না। এ কথা বলে ‘উমারাহ্ তর্জনী উঠিয়ে (রাসুলের হাত উঁচুতে উঠাবার) পরিমাণের দিকে ইঙ্গিত দিলেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৭৪, আবূ দাঊদ ১১০৪, ইবনু আবী শায়বাহ্ ৫৪৯৭, দারিমী ১৬০১, ইবনু খুযায়মাহ্ ১৪৫১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৭৪, শারহুস্ সুন্নাহ্ ১০৭৯, ইবনু হিব্বান ৮৮২।