পরিচ্ছদঃ ৪১.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩৩৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৩৯
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُوْلُ اللّهِ ﷺ يَجْمَعُ بَين الظُّهْرِ وَالْعَصْر إِذَا كَانَ عَلى ظَهْرِ سَيْرٍ وَيَجْمَعُ بَينَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ. رَوَاهُ البُخَارِيُّ
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সফরে গেলে যুহর ও ‘আস্রের সলাত এক সাথে আদায় করতেন। (ঠিক এমনিভাবে) মাগরিব ও ‘ইশার সলাত একসাথে আদায় করতেন। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ১১০৭।