পরিচ্ছদঃ ৩৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩১৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩১৮
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ حَافَظَ عَلى شُفْعَةِ الضُّحى غُفِرَتْ لَه ذنُوْبُه وَإِنْ كَانَتِ مِثْلَا زَبَدِ الْبَحْرِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : যে লোক ‘যুহার’ (চাশত) দু’ রাক্‘আত সালাতের যত্ন নিবে, তার সকল (সগীরাহ্) গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সাগরের ফেনারাশির সমমানের হয়। (আহমাদ, তিরমিযী ও ইবনু মাজাহ) [১]
[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৪৭৬, ইবনু মাজাহ্ ১৩৮২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৭৭৮৪, আহমাদ ৯৭১৬, য‘ঈফ আত্ তারগীব ৪০২, য‘ঈফ আল জামি‘ ৫৫৪৯। কারণ এর সানাদে বর্ণনাকারী নাহ্হাস ইবনু ক্বহম আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে শ্রবণ করেননি।