পরিচ্ছদঃ ৩৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩১৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩১৭
وَعَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ قَعَدَ فِي مُصَلَّاهُ حِينَ يَنْصَرِفُ مِنْ صَلَاةِ الصُّبْحِ حَتّى يُسَبِّحَ رَكْعَتَيِ الضُّحى لَا يَقُولُ إِلَّا خَيْرًا غُفِرَ لَه خَطَايَاهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
মু‘আয ইবনু আনাস আল জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : ফাজ্রের সলাত সমাপ্তির পর যে লোক তার মুসাল্লায় সূর্য উপরে উঠে আসা পর্যন্ত বসে থাকে, তারপর যুহার দু’ রাক্‘আত সালাত আদায় করে এবং এ সময়ে ভাল কথা ছাড়া আর কোন কথা না বলে, তাহলে তার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সে গুনাহ যদি সাগরের ফেনারাশির চেয়েও অনেক হয়ে থাকে। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১২৮৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৯০৭, য‘ঈফ আত্ তারগীব ২৪২, য‘ঈফ আল জামি‘ ৫৭৯৫। কারণ এর সানাদে বর্ণনাকারী যুববান ইবনু ফায়দ দুর্বল যেমনটি ইবনু হাজার (রহঃ) তাক্বরীবে বলেছেন।