পরিচ্ছদঃ ৩৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৯৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৯৪
وَسُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنِ الْقُنُوْتِ. فَقَالَ: قَنَتَ رَسُولُ اللّهِ ﷺ بَعْدُ الرُّكُوْعِ وَفِي رِوَايَةٍ: قَبْلَ الرُّكُوْعِ وَبَعْدَه. رَوَاهُ ابْنُ مَاجَهْ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবনু মালিক (রাঃ) -কে কুনূত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রুকূ‘র পরে দু‘আ কুনূত পড়তেন। আর এক সূত্রে আছে, তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু‘আ কুনূত পড়তেন কখনো রুকূ‘র পূর্বে, আর কখনো রুকূ‘র পরে। (ইবনু মাজাহ) [১]
[১] সহীহ : বুখারী ১০০২, ৪০৯৬, ইবনু মাজাহ্ ১১৮৪, দারাকুত্বনী ১৬৬৬।