পরিচ্ছদঃ ৩৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৯৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৯৩
عَنِ الْحَسَنِ: أَنَّ عُمَرَ بْنِ الْخَطَّابِ جَمَعَ النَّاسَ عَلى ابَيِّ بْنِ كَعْبٍ فَكَانَ يُصَلِّىْ بِهِمْ عِشْرِيْنَ لَيْلَةً وَلَا يَقْنُتُ بِهِمْ إِلَّا فِي النِّصْفِ الْبَاقِىْ فَإِذَا كَانَتِ الْعَشْرُ الْأَوَاخِرُ تَخَلَّفَ فَصَلّى فِىْ بَيْتِه فَكَانُوا يَقُوْلُوْنَ: أُبَقَ أُبِيٌّ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাসান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমীরুল মু’মিনীন ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) (রমাযান মাসের তারাবীহের জন্যে) লোকজনকে একত্র করলেন। তিনি (‘উমার) উবাই ইবনু কা‘বকে ইমাম নিযুক্ত করলেন। উবাই ইবনু কা‘ব তাদের নিয়ে বিশ রাত সলাত আদায় করালেন। তিনি (উবাই) রমযানের শেষ পনের দিন ছাড়া আর কোন দিন লোকদেরকে নিয়ে দু‘আ কুনূত পড়েননি। শেষ দশ দিন উবাই ইবনু কা‘ব মসজিদে আসেননি। বরং তিনি বাড়িতেই সলাত আদায় করতে লাগলেন। লোকেরা বলতে লাগল, উবাই ইবনু কা‘ব ভেগে গেছেন। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪২৯, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৪৩০০। হাদীসের সানাদটি বিচ্ছিন্ন, কারণ হাসান আল বসরী (রহঃ) ‘উমার (রাঃ)-এর সাক্ষাৎ পাননি।