পরিচ্ছদঃ ৩৩.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৩৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৩৪
عَنْ عَبْدِ اللّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللّهِ ﷺ: «يَا عَبْدَ اللّهِ لَا تَكُنْ مِثْلَ فُلَانٍ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ». (مُتَّفق عَلَيْهِ)
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন, হে ‘আবদুল্লাহ! তিমি অমুক লোকের মতো হয়ো না। সে রাত্রে (সজাগ হয়ে) তাহাজ্জুদের সলাত আদায় করত, পরে তা ছেড়ে দিয়েছে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১১৫২, মুসলিম ১১৫৯।