পরিচ্ছদঃ ৩৩.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৩৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৩৩
وَرَوَى التِّرْمِذِيُّ عَنْ عَلِيٍّ نَحْوَه وَفِي رِوَايَتِه: «لِمَنْ أَطَابَ الْكَلَامَ
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
ইমাম তিরমিযীও এ ধরনের বর্ণনা ‘আলী (রাঃ) হতে নকল করেছেন। কিন্তু এদের সূত্রে ‘কোমল কথা বলে’-এর স্থানে ‘মধুর কথা বলে’ উদ্ধুত হয়েছে। উভয় বাক্যের অর্থ একই।।[১]
[১] হাসান : আত্ ১৯৮৪, ২৫২৭, আহমাদ ১৩৩৮, মুসনাদ আল বায্যার ৭০২, ইবনু খুযায়মাহ্ ২১৩৬।