পরিচ্ছদঃ ২৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪৯
وَعنهُ قَالَ: الَّذِىْ يَرْفَعُ رَأْسَه وَيَخْفِضُه قَبْلَ الْإِمَامِ فَإِنَّمَا ناصيته بيد الشَّيْطَان. رَوَاهُ مَالك
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যে লোক (রুকু ও সাজদায়) ইমামের পূর্বে নিজের মাথা উঠিয়ে ফেলে অথবা ঝুঁকিয়ে ফেলে তবে মনে করতে হবে তার কপাল শায়ত্বনের হাতে। (মালিক) [১]
[১] য‘ঈফ : মালিক ৩০৬; কারণ এর সানাদটি সমালোচিত।