পরিচ্ছদঃ ২৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪৮
وَعَن أبي هُرَيْرَة أَنَّهُ كَانَ يَقُولُ: مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ السَّجْدَةَ وَمَنْ فَاتَتْهُ قِرَاءَةُ أُمِّ الْقُرْانِ فقد فَاتَه خير كثير . رَوَاهُ مَالك
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যে লোক (সলাতে) রুকু পেয়েছে সে গোটা রাকা’আতই পেয়েছে। আর যে লোকের সূরায়ে আল ফাতিহাহ পড়া ছুটে গিয়েছে, অনেক সাওয়াব তার থেকে ছুটে গিয়েছে। (মালিক)” [১]
[১] য‘ঈফ : মালিক ২৩; কারণ হাদীসটি মু‘যাল।