পরিচ্ছদঃ ২৩.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৭৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৭৩
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «لَوْلَا مَا فِي الْبُيُوتِ مِنَ النِّسَاءِ وَالذُّرِّيَّةِ أَقَمْتُ صَلَاةَ الْعِشَاءِ وَأَمَرْتُ فِتْيَانِي يُحْرِقُونَ مَا فِي الْبُيُوتِ بِالنَّارِ» . رَوَاهُ أَحْمَدُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ যদি ঘরে নারী ও শিশুরা না থাকত তবে আমি ‘ইশার সলাতের জামা‘আত আদায় করতাম এবং আমার যুবকদেরকে (জামা‘আত ত্যাগকারী) মানুষদের ঘরবাড়ী পুড়িয়ে দেয়ার নির্দেশ দিতাম। (আহ্মাদ) [১]
[১] য‘ঈফ : আহমাদ ৮৭৯৬, য‘ঈফ আত্ তারগীব ২২৫। কারণ এর সানাদে আবূ মা‘মার একজন দুর্বল রাবী।