পরিচ্ছদঃ ২৩.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৭১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৭১
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: لَا تُؤَخِّرُوا الصَّلَاةَ لِطَعَامٍ وَلَا لِغَيْرِه . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ আহার বা অন্য কোন কারণে সলাতে দেরি করবে না। (শারহুস্ সুন্নাহ্) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৭৫৮, য‘ঈফ আল জামি‘ ৬১৮২। কারণ এর সানাদে মুহাম্মাদ বিন মায়মূন আয্ যা‘ফারানী একজন বিতর্কিত রাবী। ইমাম বুখারী (রহঃ) তাকে মুনকারুল হাদীস বলেছেন।