পরিচ্ছেদ ২১.
মুতআ বিবাহ নিষিদ্ধ
বুলুগুল মারাম : ৯৯৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯৭
وَعَنْ عَلَيٍّ - رضي الله عنه - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنِ المتْعَةِ عَامَ خَيْبَرَ. مُتَّفَقٌ عَلَيْهِ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বার যুদ্ধাভিযানের সময় ‘মুত্আহ’ (সাময়িক বিবাহ) নিষিদ্ধ করেন।আলী (রাঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মেয়েদের সাথে মুত্'আহ বিবাহ করা, গৃহপালিত গাধার গোশত খাওয়া, খাইবার যুদ্ধে নিষিদ্ধ করে দিয়েছেন। [১০৯০]
[১০৯০] বুখারী ৪২১৬, ৫১১৫, ৫৫২৩, ৫৯৬১, মুসলিম ১৪০৭, তিরমিয়ী ১১২১, ১৭৯৪, নাসায়ী ৩৩৬৪, ৩৩৬৫ ৩৩৬৬, ইবনু মাজাহ ১৯৬১. আহমাদ ৫৯৩, ৮১৪, মুওয়াত্তা মালেক ১০৮০, পারেমী ১৯৯০, ২১৯৭।